Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বগুড়ায় করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু।। শনাক্ত ১৭০

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১২:৫৯ পিএম
বগুড়ায় করোনা  এবং উপসর্গ নিয়ে  ১৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে  ১৫জন মারা গেছেন। রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার তিনটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। করোনায় মারা যাওয়া ব্যক্তির নাম  আসাদুল্লাহ(৯০)। সদরের এই বাসিন্দা টিএমএসএস হাসপাতালে মারা গেছেন। 
 
 সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায়  ৬২২ নমুনায় নতুন করে আরও ১৭০জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২নমুনায় ৮২জন, জিন এক্সপার্ট মেশিনে ১৫নমুনায় ৫জন, এন্টিজেন পরীক্ষায় ২৭৮ নমুনায় ৫৭জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৭নমুনায় ২৬জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  আক্রান্তের হার ২৭দশমিক ৩৩শতাংশ। 
 
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন সোমবারে  অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।
 
ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৫৪জন এবং ৫৩৯জন মারা গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৯৭১জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ