বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লকডাউনের প্রথম দুইদিন নোয়াখালীতে সড়ক ফাঁকা ছিল। কিন্তু এরপর থেকে ক্রমান্বয়ে লোকজনের যাতায়ত বৃদ্ধি পেয়েছে। হোন্ডা, ব্যাটারি চালিত রিকসা, পিকআপসহ বিভিন্ন যানবাহনের চলচল করছে।
গত তিনদিনের চিত্র অনেকটা পাল্টেছে। বিভিন্ন সড়কে প্রচুর লোক ঘুঁরাফেরা করছে এরপাশাপাশি শত শত হোন্ডা নির্বিঘেœ চলাচল করছে। দোকানপাট বন্ধ থাকলেও কাঁচা বাজার যথারীতি খোলা থাকায় প্রচুর লোকসমাগম ঘটছে। এদের অধিকাংশের মুখে মাস্ক নেই। কেউ বলার নেই। যে যার মত ঘুরাঘুরি করছে।
পুলিশ বিভিন্ন পয়েন্টে টহল মোতায়ন রয়েছে। এছাড়া ভ্রাম্যমান আদালতও সক্রিয় রয়েছে। কিন্তু সড়ক ও হাট বাজারে লোকসমাগম ঠেকানো যাচ্ছেনা। কয়েকজন রিকসা চালক জানায়, রিকসা না চালালে পেটে ভাত জুঁটবে না। তাই করোনার মধ্যে বাধ্য হয়ে রুটি রুজির অন্বেষণে ঘর থেকে বেরিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।