বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরো ৮৪৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত আরো ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানান হয়। এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২৮২ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৪৮ জনের। সংক্রমণ শনাক্তের হার ৩৭ শতাংশ। আগের দিন রোববার আক্রান্ত হয়েছেন ৮০১জন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৩০১ জন। রোববার মারা গেছেন ১১ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৫৮০ জন। বিভিন্ন উপজেলার ২৬৮ জন। গত ২৪ ঘণ্টায় যে ১২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে আট জন জেলার এবং চার জন মহানগরীর। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৮৯৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩২৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।