Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

জোয়ারের পানিতে ডুবল কুতুবদিয়া

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে তিনদিন ধরে ডুবে আছে কুতুবদিয়ার বায়ু বিদ্যুৎ কেন্দ্রসহ তিন কি.মি. এলাকা। বালুর বস্তা দিয়ে জোয়ারের পানি ঠেকাতে চেষ্টা করছেন স্থানীয়রা। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে বেড়িবাঁধের উপর এসব বালুর বস্তা দিতে দেখা যায় স্থানীয় লোকজনকে।
স্থানীয় বাসিন্দা কৃষক আবুল কালাম, নুর আহমদ, শফি আলম, মো. হাকিম বলেন, বেড়িবাঁধ না থাকায় গত শুক্রবার-শনিবার দুইদিন পূর্ণিমার জোয়ারের পানি ঢুকে বসতভিটা ও পুকুর তলিয়ে যায়। এখন আছে ফসলি জমি এগুলো চলে গেলে না খাইয়ে মরতে হবে। তাই পানির ধাক্কা ঠেকাতে নিজেরা চেষ্টা করছি। এ ব্যাপারে আলী আকবার ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বলেন, পশ্চিমে দেড় কিলোমিটার জনবসতি আর দেড় কিলোমিটার ফসলের মাঠ ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র। মোট তিন কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের কোন সাড়া মেলে নি। বালুর বস্তা দিয়ে লোকালয় রক্ষার্থে নিজেরাই চেষ্টা করছি।
একইভাবে উত্তর ধ্রুং এলাকার বেড়িবাঁধের বেশ কিছু অংশ দীর্ঘদিন ধরে সংস্কার বিহীন পড়ে আছে। এছাড়াও ইতোপূর্বে সেখানে বেড়িবাঁধ সংস্কারে যে কাজ হয়েছেন তাতে ব্যাপক অনিয়ম হয়েছে বলেও জানা গেছে। তাই বর্ষা এলেই এই সমস্যা দেখা দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ