প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাভিশনের ঈদের ৭পবের্র বিশেষ ধারাবাহিক নাটক ‘মোঘল ফেমিলি’ প্রচার হয় বিকাল ৪টা ৩০মিনিটে। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমি হামিদ, মামুনুর রশীদ, শাহানাজ খুশি, আরফান আহমেদ, ফারজানা চুমকি, জয় রাজ প্রমুখ। প্রযোজনা সিডি চয়েজ। মোঘল ফেমিলির সদস্যরা নিজেদের আধুনিকতা প্রকাশ করতে গিয়ে নানা রকম উদ্ভট কান্ড ঘটিয়ে থাকে। যা মানুষে হাসির খোরাকে পরিণত হয়। মোঘল ফেমিলির সদস্য সংখ্যাও অনেক। তিন ভাই, চার বোন। বড় বোন অনেক আগে ভালবেসে বিয়ে করেছিলো একজন সাধারণ ঘরের ছেলেকে। সেই অপরাধে মোঘল ফেমিলিতে তার প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। তাকে এ পরিবারের মেয়ে হিসেবে স্বীকার করা হয় না। অন্য ভাই বোনদের বিয়ের বয়স পাড় হয়ে গেলেও বিয়ে হচ্ছে না অথবা করছে না। কারণ তাদের ‘উপযুক্ত’ কুলীন পাত্র-পাত্রী পাওয়া যায় না। সব ভাই-বোনের বিয়ের বয়স পাড় হয়ে যাচ্ছে-এ নিয়ে মনের মধ্যে চরম হতাশা বিরাজ করে। এই অদ্ভুত মোঘল ফেমিলির অদ্ভুত সব ঘটনা নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকের কাহিনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।