Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহারশালা আলির অভিনয়ে ‘ব্লেড’ পরিচালনায় বাসাম তারিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

‘মোগাল মোগলি’ পরিচালক বাসাম তারিক মাহারশালা আলির (ছবিতে ডানে) অভিনয়ে ভ্যাম্পায়ার শিকারি ডেওয়াকার ভ্যাম্পায়ার ব্লেডকে নিয়ে নির্মিতব্য ‘ব্লেড’ পরিচালনা করবেন। কেভিন ফাইজের প্রযোজনায় ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন স্টেসি ওসাই-কুফোর। মারভেলের নির্বাহীরা বেশ অনেকদিন ধরে পরিচালকের সন্ধানে ছিলেন; বেশ কয়েকজন সম্ভাব্য নির্মাতার সঙ্গে আলোচনার পর বাসামের ধারণা তাদের মনে ধরেছে বলে জানা গেছে। মারভেল কমিক্সে ব্লেডের আবির্ভাব হয় ১৯৭৩ সালে। গর্ভকালীন অবস্থায় ব্লেডের মাকে ভ্যাম্পায়ার দংশন করার পর মানব-ভ্যাম্পায়ার ব্লেডের জন্ম হয়। ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত তিনটি ‘ব্লেড’ ফিল্মে অভিনয় করেছিলেন ওয়েসলি স্নাইপস। মারভেল নির্মিত হবে মারভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) অধীনে। ফাইজ বলেন, ‘আমরা অনেক বছর ধরে ব্লেডকে নতুন করে উপস্থাপনের চেষ্টা করে আসছি। আমরা তার জগতকে পছন্দ করি।’ এখন যেহেতু ডক্টর স্ট্রেঞ্জ আর অতিপ্রাকৃত বিষয় এমসিইউতে অন্তর্ভুক্ত হয়েছে, আমরা এখন এই চরিত্রটি নিয়ে কাজ করতে পারছি। মাহারশালা আমাদের সঙ্গে দেখা করে সায় দিয়েছে, আর মাহারশালা আলি সায় দেয়া মানে আমাদের কাজ করার সময় এসেছে। “আমার মনে হয়, সে তার দ্বিতীয় অ্যাকাডেমি পুরস্কার জয়ের পরই নিশ্চিত হয়েছি। আর তিনিও জানিয়েছেন তিনি ‘ব্লেড’-এর ভক্ত। প্রস্তাব দেয়ার পরই তিনি তাৎক্ষণিক সায় দিয়েছেন।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ