Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে দুই শতাধিক লাশ দাফন-সৎকার

কোয়ান্টাম ফাউন্ডেশন

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০০ এএম

দক্ষিণাঞ্চলে করোনা আক্রান্ত দুই শতাধিক লাশ দাফন ও সৎকার করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। সৎকারের তালিকায় খ্রিস্টান পুরোহিত ও বহু হিন্দু রয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় মৃতদের শেষ যাত্রা সম্পন্ন করা হচ্ছে ধর্মীয় বিধি বিধান অনুসরণ করেই। এছাড়াও যেকোন গুরুতর রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে রক্তের প্রয়োজনেও কোয়ান্টাম ফাউন্ডেশন দিনরাত কাজ করছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের বরিশাল আঞ্চলিক অফিসের প্রধান সমন্বকারী মাহমুদ জানান, দক্ষিণাঞ্চলে করোনা শনাক্ত হবার পর থেকে লাশ দাফন ও সৎকারের জন্য আমরা একাধিক টিম গঠন করি। টিমগুলো গত প্রায় ১৬ মাসে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাতে সোয়া ২শ’র মত করোনা রোগীর দাফন ও সৎকার করেছে।

দীর্ঘ এ সময়ে নানা বিচিত্র অভিজ্ঞতাও অর্জন করতে হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনকে। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলে সন্তানসহ কোন নিকট আত্মীয়ই মৃত করোনা রোগীর গোসল, জানাজা ও সৎকারের সময় কাছে এসে দাঁড়ায়নি। ফাউন্ডেশন প্রায় ৬০ জন হিন্দু ও খ্রিস্টান করোনা রোগীর সৎকার করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই লাশের মুখাগ্নি করার মত ছেলে সন্তান বা নিকট আত্মীয়কে পাওয়া যায়নি বলে জানান কোয়ান্টামের এক কর্মী। করোনায় লাশ দাফন ও সৎকারের এ কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ