Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘চাকরিজীবী লীগ’ করতে গিয়ে মূল পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ৮:৪৭ পিএম

‘চাকরিজীবী লীগ’ করার কারণে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ হারিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি শনিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বার বার শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে হেলেনা জাহাঙ্গীরের সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে চিঠি প্রস্তুত করতে বলেছি দফতর সম্পাদককে।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বলেন, একটা উপ-কমিটিতে থাকলে কাজ করার জন্য সবার সঙ্গে আলোচনা করতে হয়। তার কর্মকাণ্ডে উপ-কমিটি বিব্রত। তাই তাকে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন হেলেনা জাহাঙ্গীর।‌ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য গত মাসেই তাকে (হেলেনা জাহাঙ্গীর) কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ওই চিঠির জবাব দেননি তিনি। এজন্য নির্দিষ্ট সময় পর এটা স্বাভাবিকভাবেই অব্যাহতি হয়ে গেছে। কাজেই বলা যায়, বর্তমানে তিনি ওই কমিটিতেও আর নেই।

এর আগে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম ইমনের ফোন নম্বর দিয়ে পদ প্রত্যাশীদের যোগাযোগ করতে বলা হয়। ওই পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলেও উল্লেখ করে প্রচার করা হয় ফেসবুকে।



 

Show all comments
  • Nabil Abdullah ২৪ জুলাই, ২০২১, ১০:১০ পিএম says : 0
    লীগের বাম্পার ফলন দেইখ্যা লোভ সামলাইতে পারে নাই। কথায় আছে না - লোভে পাপ, পাপে মৃত্যু? কাহিনী সেটাই ঘটছে।
    Total Reply(0) Reply
  • Abdul Karim Mizi ২৪ জুলাই, ২০২১, ১০:১০ পিএম says : 0
    আহা!রে নিশ্চয়ই বিরোধী দলের হাত আছে
    Total Reply(0) Reply
  • Zahid Meaji ২৪ জুলাই, ২০২১, ১০:১০ পিএম says : 0
    বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ বহুরূপী নেত্রী হেলেন জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কারের এই সিদ্ধান্তকে বাংলাদেশের সর্বস্তরের জনগণ স্বাগত জানাচ্ছে। হেলেন জাহাঙ্গীর এর মত এমন বহুরূপী নেত্রী, যারা আওয়ামী লীগের ঘাড়ে চড়ে দলকে যেমন প্রশ্নের সম্মুখীন করছেন, তেমনি কলুষিত করছেন দলের ভাবমূর্তি। হেলেন জাহাঙ্গীর এর মত বহুরূপী নেত্রীকে বহিষ্কার করে আওয়ামীলীগ দলের বড় রকমের ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল। ধন্যবাদ আওয়ামী লীগ।
    Total Reply(0) Reply
  • Nur Nabi ২৪ জুলাই, ২০২১, ১০:১১ পিএম says : 0
    এরা আওয়ামী লীগের বারোটা বাজিয়ে ছাড়তেছে।
    Total Reply(0) Reply
  • আরতুগ্রুল গাজী ২৪ জুলাই, ২০২১, ১০:১১ পিএম says : 0
    চেতনার ঠেলায় নিজেই চেতনার তলে পরে গেলো
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ২৫ জুলাই, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    মন্ত্রী এম পির মন রক্ষা করতে না পারলে এই রকমই হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ