রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের খ্রিষ্টানপাড়ায় মৎস্য ঘেরে অ্যালুমিনিয়াম (ফসফেট) জাতীয় বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করে ১ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে এ পাশবিকতার আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধি, উপজেলা মৎস্য কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গেছে, একই গ্রামের নিপু গোমেজের সাথে বুলবুল গোমেজের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। নিপু গোমেজ অভিযোগ করেন, গত ২২ সেপ্টেম্বর ০১৭১৮৩৮৪১২৮ নম্বর মুঠোফোন থেকে বুলবুল গোমেজ তাকে ফোন করে বিভিন্ন মামলা প্রত্যাহারের দাবি করে, তা না হলে বড় ধরনের ক্ষতিসাধনের হুমকি দেয়। এরই জের ধরে তিনি রাতের আঁধারে তার মৎস্য ঘেরে অ্যালুমিনিয়াম (ফসফেট) জাতীয় বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করা হয়। গত সোমবার সন্ধ্যায় পুকুরের মধ্যে হঠাৎ মাছ ভাসতে দেখে ঘেরের মালিক নিপু গোমেজ টের পান। স্থানীয় গণ্যমান্য লোকজন ডাকলে এসময় তারা ঘেরের মধ্যে ভেসে ওঠা মরা মাছ ও বিষাক্ত ট্যাবলেটের কৌটা দেখতে পান। গতকাল বুধবার এ বিষয় বুলবুল গোমেজকে দায়ী করে বেতাগী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিপু গোমেজ জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ৮০ হাজার ও শিবপুর ক্রেডিট ইউনিয়ন থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে ৪০ শতাংশ জমির মৎস্য ঘের তৈরি করি। এতে রুই, কাতলা, চাইনিজ পুঁটি ও তেলাপিয়া জাতীয় মাছ চাষ করেছিলেন কিন্তু এখন যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠার নয়। তিনি বর্তমানে চরম অসহায় ও নিঃস্ব হয়ে পড়েছেন। এ বিষয়ে বুলবুল গোমেজ এ অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, জমিজমা নিয়ে মতনৈক্যের কারণে প্রতিপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে ঘটনার পর তাকে এলাকায় দেখা যাচ্ছে না স্থানীয়রা এমনটাই জানিয়েছেন। বেতাগী থানার এসআই মো: নজরুল ইসলাম জানান, তিনি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা এ এম বদরুজ্জামানও মাছ নিধনের সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে বিবিচিনি ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন অভিযোগ করেন, শত্রুতা থাকতে পারে তবে মানুষ হিসেবে কারো এ ধরনের অমানবিক কাজ করা ঠিক নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।