Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রাম থেকে ৯ কেজি ৪৩০ গ্রাম ওজনের রূপো পরিত্যাক্ত অবস্থায় জব্দ

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ৬:১০ পিএম

 (২৪.০৭.২০২১): চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী গ্রাম থেকে ৯ কেজি ৪৩০ গ্রাম ওজনের রূপো পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ করা রূপোর বাজার মূল্য ১৬ লাখ ১৬ হাজার ৯৪০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি শনিবার (২৪ জুলাই) দুপুরের পর এক সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, শুক্রবার দিনগত রাত আনুমানিক ১১টার দিকে ভারতে রূপো পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে বড়বলদিয়া বিওপির বিশেষ টহল দলের বিজিবি সদস্যরা নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। সে সময় দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী গ্রামের আবুল কাশেমের বাড়ীর বাঁশবাগানের উত্তর পাশ থেকে বাজারের ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাক্ ারূপো জব্দ করা হয়। জব্দ করা রূপো দর্শনা থানায় জমা করে এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ