নেছারাবাদে
লকডাউনে কাগজপত্রবিহীন মোটর সাইকেলে বাজারে ঘুরতে এসে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে বাকবিতন্ডতায় জড়ালেন মো: মহাসীন(৪২) নামে এক লোক। এসময়, ওই লোকটি নিজেকে নড়াইল জেলার এলজিইডি প্রকৌশলী অফিসের সহ:আবাসিক প্রকৌশলী বলে দাবি করেছেন। শনিবার দুপুরে নেছারাবাদ উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের সামনে বসে ওই ব্যক্তির মোটর সাইকেল আটকাতে গিয়ে বাকবিতন্ডতার ঘটনা ঘটে। এসময় রাস্তার সামনে কিছু উৎসুক পথচারি ও দোকানিদের ভীড় পড়ে যায়।
জানাযায়, ওই দিন সকালে নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) বশির গাজী
লকডাউনে রাস্তায় যান চলাচল আটকাতে পুলিশ নিয়ে অভিযানে নামেন। এসময়, দুপুরের দিকে হাসপাতাল সড়ক এলাকা থেকে কাগজপত্রবিহীন একটি দ্রুত গতির মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল মহাসীন নামে ওই লোক। সংকেত দিয়ে পুলিশ তার মোটরবাইকটি থামান। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেছারাবাদ সহকারি কমিশনার(ভূমি) মো: বশির গাজী
লকডাউনে রাস্তায় মোটরবাইক নিয়ে বের হওয়ার কারন জানতে চান। এতে ওই চালক নিজেকে সরকারি লোক পরিচয় দিয়ে ম্যাজিষ্ট্রেটের সাথে দাম্ভিকতা দেখান। পরে তার মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেননি। কাগজপত্র না থাকায় তাকে ৫০০ টাকা জরিমানার কথা বলতেই ম্যাজিষ্ট্রেটের সাথে বাকবিতন্ডতায় জড়ান তিনি। এক পর্যায়ে ওই লোকটি একটি পরিচয়পত্র দেখিয়ে নিজেকে নড়াইল জেলার এলজিইডি অফিসের সহ:আবাসিক প্রকৌশলী বলে দাবি করেন। একই সাথে মোটর সাইকেলটি এলজিইডি অফিসের বলে দাবি করে জরিমানা গুনতে অপরাগতা প্রকাশ করেন লোকটি।