Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা মাত্র ১ জন, সনাক্ত ৩৪২

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ৪:১৩ পিএম

সিলেটে করোনায় একদিনে সর্বনিম্ন সিলেটে গত চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা মাত্র একজন। চলতি জুলাই মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন এ সংখ্যা। এছাড়া একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৪২ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন এক ব্যক্তি। তিনি সিলেটের বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ৬০৭ জন। তন্মধ্যে সিলেট মারা গেছেন সর্বোচ্চ ৪৮৬ জন, সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৫০ জন ও ২৮ জনের মৃত্যু হয়েছে হবিগঞ্জে। একই সময়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩৪২ জন। এর মধ্যে সিলেট ২২৭ জন, সুনামগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ৩৪ জন ও ৩৫ জন রয়েছেন হবিগঞ্জের। ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করে এই ৩৪২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৪.৭৯ ভাগ। এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৩৫ হাজার ২০৬ জন। তন্মধ্যে সিলেট ১৯ হাজার ৭০৭ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৯০১ জন, মৌলভীবাজারের ৪ হাজার ৬৮১ জন ও ৪ হাজার ১৮ জন রয়েছেন হবিগঞ্জের। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর, তবে উল্লেখ করা হয়নি তাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা। সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ২৩৪ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬ জনে। মবিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ৩৯৪ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সিলেটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ