Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে নমুনা পরিক্ষা হ্রাসের সাথে সনাক্তের সংখ্যা কমলেও ৫ দিনে ৩৬৭ জন আক্রান্তের মধ্যে মৃত্যু ২৯

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ২:৪১ পিএম

ঈদের ছুটির ফাঁদে দক্ষিণাঞ্চলে করোনা’র নমুনা পরিক্ষা হ্রাসের সাথে সনাক্তের সংখ্যা কমলেও গত ২০ থেকে ২৪ জুলাই আরো ১ হাজার ৩৬৭ জন কোভিড-১৯’এ আক্রান্ত ও আরো ২৯ জন মারা গেছেন। যারমধ্যে বরিশাল মহনগরীতেই আক্রান্ত ৩৬০। দক্ষিণঞ্চলের প্রতিটি জেলার অবস্থাই এখনো ঝুকিপূর্ণ হলেও বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠীর সাথে বরগুনার অবস্থাও ক্রমবনতিশীল। তবে রোববার থেকে নমুনা পরিক্ষার সংখ্যা বৃদ্ধি পাবার সাথে সনাক্তের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়তে পারে বলে স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

রোববার দুপুরের পূবর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মাত্র ৩৩৩ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ছিল ১৫০। সনাক্তের হার ছিল প্রায় ৪৫%। এসময়ে বরিশাল মহানগরীর নবগ্রাম রোডের মনসুর কোয়াটার ও বরগুনাতে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলে সর্বমোট ১ লাখ ৪৬ হাজার ৬৮৫ জনের নমুনা পরিক্ষায় ২৮ হাজার ১৪৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হল। সনাক্তের গড়হার গত ২৪ দিনে ৪.৩৬% বেড়ে এখন ১৯.৬৫%। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৪১৬ জনের। গড় মৃত্যুহার ১.৪৮%।
চলতি মাসের ২৪ দিনেই দক্ষিণাঞ্চলে ২৯ হাজার ৯১১ জনের নমুনা পরিক্ষায় ১০ হাজার ৫৫৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এরমধ্যে বরিশাল মহানগরীতেই সংখ্যাটা ২ হাজার ৬শ। মহানগরীতে গত ২৪ দিনে ৯ জন সহ এপর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬ জনের। এ পর্যন্ত মহানগরীতে আক্রান্ত ৮ হাজার ৩০৭ জনের মধ্যে চলতি মাসের ২৪ দিনেই ২ হাজার ৬শ জন আক্রান্ত হয়েছেন।
করোনা’র হটস্পট বরিশালে গত ২৪ ঘন্টায় ৭৬ জন আক্রান্তের মধ্যে মহানগরীতে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে ১২ হাজার ২৯ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। এসময়ে মহানগরীতে আক্রান্তের সংখ্যা ছিল ৫১ ।
ভোলাতে ৯১ জনের নমুনা পরিক্ষায় ৪১ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়। দ্বীপ জেলাটিতে এ পর্যন্ত ২ হাজার ৮৬৭ জন আক্রান্তের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে।
পটুয়খালীতেও গত ২৪ ঘন্টায় ৬৬ জনের নমুনা পরিক্ষয় ১১ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে জেলাটিতে মোট আক্রান্ত ৩,৪৫৩ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৭০ জনের। জেলাটিতে মৃত্যুহার গত এক সপ্তাহে দশমিক ৮ ভাগ বেড়ে এখনো দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ২.০৩%।
পিরোজপুরেও গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের নমুনা পরিক্ষায় ১৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ৩ হাজার ৮৭১ জন আক্রান্তের মধ্যে ৬১ জনের মৃত্যু হয়েছে। খুলনাÑবাগেরহাটের সীমান্তবর্তি এ জেলাটিতে সংক্রমনের হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ২৫.০১%। জেলাটিতে মৃত্যুহারও ১.৫৮%।
দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ মৃত্যুহারের বরগুনাতে গত ২৪ ঘন্টায় মাত্র ৬জনের নমুনা পরিক্ষায় একজনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হলেও জেলাটিতে গড় সনাক্তের হার ১৩.৭৮%। আর মৃত্যুহার ২.২৬%। জেলাটিতে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ জনের। মোট সনাক্তের সংখ্যা ২ হাজার ৩৮৮।
ঝালকাঠীতে এখনো সংংক্রমন হার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২৬.৯২%। মৃত্যুহআর ১.৪৭%। জেলাটিতে গত ২৪ ঘন্টায় মাত্র ৪ জনের নমুনা পরিক্ষায় সবার দেহে এবং আগে নমুনা দেয়া আরো একজন সহ মোট ৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১১ হাজার ৪২০ জনের নমুনা পরিক্ষায় ৩ হাজার ৫৩৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৫২ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ