করোনা উপসর্গ নিয়ে ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার রোগী মারা গেছেন। এদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে।
এরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মাহফুজা খাতুন (৪৫), একই উপজেলার কলবাড়ি গ্রামের সবেদ আলীর স্ত্রী নূরজাহান বেগম (৫৩), নওয়াবেকি গ্রামের অহর মন্ডলের ছেলে নিপেন্দ্র নাথ মন্ডল (৬০) ও খুলনার পাইকগাছা উপজেলার কাশিনগর গ্রামের বোরহান উদ্দিনের স্ত্রী নূরজাহান খাতুন (৭০)।
শনিবার (২৪ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। মোট রোগী চিকিৎসাধীন ১৮০ জন। এরমধ্যে ১৩ জন
করোনা পজিটিভ। অন্যরা উপসর্গে আছেন।
সাতক্ষীরায় এখন পর্যন্ত
করোনায় মারা গেছেন ৯৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৭৫ জন।