Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলের বীরত্বের দিনে আর্জেন্টিনার অসহায়ত্ব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ১২:০০ এএম

টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল। তবে তার আগেই শুরু হয়ে গেছে ফুটবল লড়াই। গতপরশু ছেলেদের অলিম্পিক ফুটবলের প্রথম দিনেই মাঠে নেমেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। তবে দুই দলের শুরুর অভিজ্ঞতা দুই রকম। ব্রাজিল জয় দিয়ে শুরু করলেও হেরে গেছে আর্জেন্টিনা। রিচার্লিসনের হ্যাটট্রিকে ব্রাজিল ৪-২ গোলে হারিয়েছে জার্মানিকে। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মেক্সিকো।

অলিম্পিকে ছেলেদের ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৬ সালে রিওতে ঘরের মাঠের অলিম্পিকে সোনা জিতেছিল তারা। সেই সাফল্য ধরে রাখতে এবারও ভালো দল গঠন করেছে ব্রাজিল। এবারের কোপা আমেরিকায় খেলা রিচার্লিসনের মতো খেলোয়াড় আছেন দলে। এই ফরোয়ার্ডই হ্যাট্রটিক করে লাতিন আমেরিকার দেশটির জয়ের নায়ক।
টোকি অলিম্পিকে ব্রাজিল প্রথম গোল পেয়ে যায় সপ্তম মিনিটে। স্কোরে প্রথমবার নাম তোলেন রিচার্লিসন। ২২ ও ৩০ মিনিটে আরও দুইবার বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন এভারটনে খেলা এই উইঙ্গার। তার হ্যাটট্রিকে জার্মানির বিপক্ষে ব্রাজিল প্রথমার্ধ শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে।
তবে দ্বিতীয়ার্ধের খেলায় উত্তেজনা ফেরে। ৫৭ মিনিটে নাদিম আমিরির লক্ষ্যভেদের পর ৮৪ মিনিটে র‌্যাগনার আচি জাল খুঁজে পেলে অস্বস্তি বাড়ে ব্রাজিলের। যদিও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পাউলিনিয়ো বল জালে জড়ালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এর আগে অলিম্পিক যাত্রায় বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে নিজেদের প্রথম ম্যাচে। দুই অর্ধে দুটো গোল করেছে অস্ট্রেলিয়া। ১৪ মিনিটে তারা এগিয়ে যায় ল্যাচনান ওয়ালেসের গেলে। এরপর ৮০ মিনিটে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন মার্কো টিলিয়ো।
দিনের আরেক ম্যাচে প্রতিযোগিতার শুরুটা হলো বেশ চমক জাগানিয়া। ফ্রান্সকে গোলবন্যায় ভাসিয়েছে মেক্সিকো। নিজেদের ‘ডার্ক হর্স’ তকমার আবারও যথার্থতা প্রমাণ করেছে মেক্সিকো। ‘এ’ গ্রুপে তারা ফরাসিদের উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে।
ম্যাচের সবগুলো গোলই হয়েছে বিরতির পর। মেক্সিকোর চার গোলদাতা হলেন-আলেক্সিস ভেগা, সেবাস্তিয়ান করদোভা, উরিয়েল আন্তুনা, এরিক আগুইরে। আরেক ম্যাচে মিশরের বিপক্ষে হোঁচট খেয়েছে স্পেন। সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা স্পেনের সিনিয়র সদস্যের অনেকেই আছেন অলিম্পিক দলে। এরপরও মিশরীয়দের গোলমুখে সুযোগ কাজে লাগাতে পারেনি ১৯৯২ আসরের সোনাজয়ীরা। ‘সি’ গ্রæপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্ট হয় মূলত অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। তবে দলে বেশি বয়সি তিন জনের থাকার সুযোগ আছে। স্বাগতিক জাপান ১-০ গোলে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এক নজরে ফল
ব্রাজিল ৪-২ জার্মানি
আর্জেন্টিনা ০-২ অস্ট্রেলিয়া
মিসর ০-০ স্পেন
মেক্সিকো ৪-১ ফ্রান্স
নিউজিল্যান্ড ১-০ দক্ষিণ কোরিয়া
আইভরিকোস্ট ২-১ সউদী আরব
হন্ডুরাস ০-১ রোমানিয়া
জাপান ১-০ দক্ষিণ আফ্রিকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ