নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিদেশের মাটিতে এক যুগ পর হোয়াইটওয়াশের স্বাদ পেলো বাংলাদেশ। ঈদের আগের দিন দেশবাসীকে এমন জয় উপহার দেয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে টাইগাররা। সাকিব-তামিমদের ধারাবাহিক এই নৈপূণ্যে উচ্ছসিত ক্রিকেটপ্রেমীরা।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাঁচ উইকেটে জয়লাভ করেছে তামিম বাহিনী। আর সেই জয়ের অগ্রনায়ক অধিনায়ক নিজেই। এর আগে ২য় ওয়ানডে ম্যাচে ৩ উইকেটে এবং প্রথম ম্যাচে ১৫৫ রানে জয় লাভ করে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান ও প্রথম ম্যাচে লিটন দাস অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে দলকে জয় এনে দেন।
বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে মেহেদী হাসান রাজু লিখেন, ‘অভিনন্দন বাংলাদেশ দলকে। আলহামদুলিল্লাহ, জয়টা আমাদেরই কাম্য ছিলো। এই ধারাবাহিকতা যদি সব সময় ধরে রাখতে পারে এবং বিশ্বাস রাখতে পারে তাহলে একদিন আমরা অবশ্যই বিশ্বকাপ জয় করতে পারবো।’
এম এইচ টিপু লিখেন, ‘চিরচেনা রুপে বাংলাদেশ। ফাইনালি বাংলাওয়াশ ডান। অনেকদিক পর দায়িত্বশীল ব্যাটিং দেখলাম। ঘরের মাটিতে ইতোমধ্যে সিরিজ হেরেছে জিম্বাবুয়ে, আজ হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুটামুটি রানের পাহাড় গড়েছিলো জিম্বাবুয়ে। হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরুতেই ছন্দে ছিলেন। অধিনায়ক তামিম ইকবালের সেঞ্চুরির উপর ভর করে ৫ উইকেটের সহজ জয় পায় টাইগারেরা। হেটার্সরা বলবে এটা ব্যাটিং ক্রিজ ছিলো, তাই এতো রান তাড়া করতে পেরেছে। অন্যান্য দিনের তুলনায় আজকের ম্যাচের ওপেনিং জুটি ভালো ছিলো। লাস্ট দুই ম্যাচে তামিমের ব্যাটে খড়া থাকলেও শেষ ম্যাচে হেসেছে তামিমের ব্যাট। দীর্ঘদিন পর নূরুল হাসান সুযোগ পাওয়া সেও ছিলো দারুণ ছন্দে। শুভ কামনা টিম টাইগার্স।’
তামিমের প্রসংশা করে সাইফুল ইসলাম লিখেন, ‘আবারো চিরচেনা রুপে তামিম ইকবাল। ফার্স্টের দুই ম্যাচে তামিমের ব্যাটে খড়া থাকলেও লাস্ট ম্যাচে হেসেছে তামিমের ব্যাট। ফলে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে টাইগাররা। অভিনন্দন খান সাহেব!’
এমডি সম্রাট হোসেন লিখেন, ‘২৯৮ চেইজ করতে বসে এক মিনিটের জন্যেও মনে হয়নি আমরা আজ হেরে যাবো। বেশি রান তাড়া করে জয় পাওয়ার আনন্দটাই আলাদা। দলগত পারফরমেন্স ছিল। স্পেশালি তামিম, সোহানের ইনিংসটা।। অভিনন্দন বাংলাদেশ দলকে। লর্ড মিথুন নিয়ে আর কি বলব........তার হাত ছুড়াছুড়ি আর গাল ভরা হাসি, ডটগুলো দেখে আমি হতবাক যেখানে টার্গেট ২৯৯!’
চিরঞ্জিত কুমার বিশ্বাস লিখেন, ‘আজকের খেলাটা অনেক দারুন ছিলো। এটাই তো চাই আমরা। এমন একটা ম্যাচ লাস্ট কবে আমরা খেলেছি, আমরা হয়ত বলতে পারব না। দারুন শুরু, কোনো ডিফেন্সিভ মুড নেই, আসলে সত্য বলতে প্রথমের দিকে অতিরিক্ত ডিফেন্সিভ মুডে খেলার জন্য আমরা বড় স্কোর করতে পারি না। আবার ভালো স্টাইক রেটে কিছু রান করার পর ২/১ উইকেট হারানোর পর, ভালো স্কোর করা সম্ভব,আমাদের টিমকে অবশ্যই অতিরিক্ত ডিফেন্সিভ থেকে বেড়িয়ে আসতে হবে।’
সিরিজ জুড়ে সাকিব আল হাসানে পারফরমেন্স নিয়ে তপু আহমে লিখেন, ‘সেরাদের সেরাকে যদি বেছে নিতে হয়, তাহলে প্রথমেই আপনাকে সাকিবের কথা ভাবতে হবে! কারণ সে হয় ব্যাটে নয়তো বলে, যেকোনো এক দিক দিয়ে তার অবদান দেখতেই পাবেন! শুভ কামনা ! টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়া সিরিজেও ম্যান অব দ্য ম্যাচ দেখতে চাই! বাংলার নবাব!’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।