Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পুলিশ দেখে দৌঁড়, অস্ত্রসহ ধরা একজন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ৬:৫১ পিএম

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ মো. জসিম (৩৫) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার জসিম নোয়াখালী জেলার সুধারাম থানার রাজাপুর নজির আহম্মেদের বাড়ীর মৃত নাছেরের ছেলে। মঙ্গলবার ভোরে আরাকান সড়কের আমতল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, আরাকান সড়কের আমতলে অবস্থান করছিলো জসিমসহ দুই ব্যক্তি। তাদের অবস্থান সন্দেহজনক হওয়ায় থানার টহল পুলিশ দেখে তারা দৌড় দেয়। পুলিশ ধাওয়া দিয়ে জসিমকে আটক করলেও তার সাথে থাকা চরণদ্বীপ এলাকার মো.ঈসমাইলের ছেলে মো. ইউছুফ (৪০) পালিয়ে যায়। জসিমের কাছে একটি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ