বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় প্রাণহানি হয়েছে আরও ১১ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৩৯ জনের। নতুন করে মৃত্যুবরণ করাদের মধ্যে ৬ জন সিলেটের, ১ জন সুনামগঞ্জ, ১ জন হবিগঞ্জ এবং ৩ জন মৌলভীবাজারের। আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন শনাক্তদের মধ্যে ১৮০ জন সিলেটের, ৫৪ জন সুনামগঞ্জের, ৪০ জন হবিগঞ্জের এবং ২৬ জন মৌলভীবাজারের বাসিন্দা। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্ত হয়েছে চিকিৎসাধীন আরও ৩৯ জনের। সব মিলে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৬০ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮৯ জন। এর মধ্যে সিলেট ৪৭০ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন এবং ৪৭ জন রয়েছেন মৌলভীবাজারের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।