Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

গ্রাহকদের অর্থ আত্মসাৎ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:০৭ এএম

গ্রাহকদের ৫টি হিসাব থেকে ২ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মধুমতি ব্যাংকের ভোলার চরফ্যাশন শাখার সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের বরিশাল জেলা সমম্বিত কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডল এ মামলার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, দুদকে রেকর্ড করার পর গত রোববার মামলটি ভোলা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্তরা হচ্ছে মধুমতি ব্যাংক চরফ্যাশন শাখার সাবেক ব্যবস্থাপক রেজাউল কবির ও সাবেক ক্যাশ ইনচার্জ মো. শাহাবুদ্দিন। দুই কর্মকর্তাই পলাতক। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রেজাউল কবির চরফ্যাশন শাখায় চাকরিকালীন বিশ্বাস ভঙ্গ করে ৫ জন গ্রাহকের ২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৬৪০ টাকা আত্মসাৎ করেছেন। তাকে এ কাজে সহযোগিতা করেছেন ক্যাশ ইনচার্জ মো. শাহাবুদ্দিন। অভিযুক্ত রেজাউল কবির ভোলা সদরের নবীপুরের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা এবং সাহাবুদ্দিন চরফ্যাশন উপজেলার মুন্সীরহাট এলাকার বাসিন্দা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থ আত্মসাৎ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ