Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহায়দের সহায়তা নৌবাহিনীর

আইএসপিআর | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:০৮ এএম

করোনা মোকাবেলায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে নৌবাহিনী। বানৌজা শেখ মুজিব ঘাঁটির তত্ত্বাবধানে নৌসদস্যরা সোমবার খিলক্ষেত এলাকার পানির ট্যাংক, নামাপাড়া বস্তি, বাঁশপাড়া বস্তি, ভাষানটেক, বনানী ও গুলশান এলাকার ভাসমান দুঃস্থ ও অসহায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা ও লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ঢাকাসহ দেশের প্রত্যন্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তায় নৌবাহিনী নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। -আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌবাহিনী

১৯ আগস্ট, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ