Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান টিভিতে ঈদের আয়োজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:১০ এএম

এশিয়ান টিভিতে প্রতি বছরের মতো এবারের ঈদেও থাকছে ৭ দিনের বর্ণাঢ্য আয়োজন। ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত চলবে বিশেষ এই আয়োজন। বরেণ্য নির্মাতাদের নির্মানে ও জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে থাকছে ৭ টি একক নাটক ও ১৪ টি বাংলা ছায়াছবি এবং ১টি তার্কিশ সিরিয়ালসহ ও জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের অংশগ্রহনে ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান। ঈদের দিন সকাল ৯ টায় সম্প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘নাটের গুরু’, দুপুর ১ টায় সম্প্রচর হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ফুল নেবো না অশ্রু নেবো’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সম্প্রচার হবে বিশেষ নাটক ‘বৃষ্টি হয়ে এলে তুমি’, রাত ৮ টা ৩০ মিনিটে তার্কিশ ধারাবাহিক ‘আয়েশা মরিয়ম’ এবং রাত ১১টায় ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক; সঙ্গীত পরিবেশনায় থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরেফিন রুমী। ঈদের ২য় দিন সকাল ৯ টায় সম্প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘রুখে দাড়াও’, দুপুর ১ টায় সম্প্রচর হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘স্বপ্নের বাসর’। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে সম্প্রচার হবে বিশেষ নাটক ‘হানিমুন’, রাত ০৮ টা ৩০ মিনিটে তার্কিশ ধারাবাহিক ‘আয়েশা মরিয়ম’ এবং রাত ১১টায় ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক। সঙ্গীত পরিবেশনায় থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আখি আলমগীর। ঈদের ৩য় দিন সকাল ০৯ টায় সম্প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘হিম্মত’, দুপুর ১ টায় সম্প্রচর হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘মা আমার স্বর্গ’। সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে সম্প্রচারিত হবে তারকাদের অংশগ্রহনে আড্ড অনুষ্ঠান ‘সেলিব্রেটি টাইম’। ইমতু রাতিশের উপস্থাপনায় অতিথি হিসেবে থাকবেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে সম্প্রচার হবে বিশেষ নাটক ‘স্ক্রিনশট’, রাত ৮ টা ৩০ মিনিটে তার্কিশ ধারাবাহিক ‘আয়েশা মরিয়ম’ এবং রাত ১১টায় ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক। সঙ্গীত পরিবেশনায় থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ