Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে আবারো নতুন রেকর্ড ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯১ মারা গেছেন ৩ জন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ৫:৪২ পিএম

দক্ষিণাঞ্চলের করোনার ভয়াবহতা আরো নতুন রেকর্ড গড়ে সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ৮৯১ জনের দেহে সংক্রমনের বার্তা দিল। যারমধ্যে বরিশাল মহানগরীতেই ৩৩৪ জন সহ বরিশাল জেলায়ই আক্রান্ত ৪০৯। এসময়ে পটুয়াখালী, ঝালকাঠী ও ভোলাতে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে দক্ষিণঞ্চলের ৬ জেলায় এপর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৫০৪ জনের নমুনা পরিক্ষায় ২৬ হাজর ৭৭৮ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হল। এপর্যন্ত গড় সনক্তের হার ১৯.১৯% হলেও গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬২৫ জনের নমুনা পরিক্ষায় ৮৯১ জনের দেহেই করোনা পজিটিভ সনাক্ত হয়। এসময়ে সনাক্তের হার প্রায় ৫৫%। আর সোমবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৮৭ জনে । গড় মৃত্যুহার ১.৪৫%। আর এ নিয়ে চলতি মাসের ১৯ দিনে দক্ষিনাঞ্চলে ২৬ হাজার ৭১২ জনের নমুনা পরিরক্ষায় ৯ হাজার ২০৫ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। গত ১৯ দিনে মারা গেছেন ৮৩ জন।

গত ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলের ৬ জেলায় আক্রান্ত ৮৯১ জনের মধ্যে বরিশালই শীর্ষে। এসময়ে জেলাটিতে এযাবতকালের সর্বোচ্চ ৪০৯ জন সনাক্ত হয়েছে। যারমধ্যে মহানগরীতেই ৩৩৪ জন। ফলে মহানগরীতে ৭ হাজার ৯৪৭ জন সহ জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৩৯৪। আর মৃত্যুর সংখ্যাও এ জেলাটিতে এ অঞ্চলের সর্বেচ্চ, ১৪৫ জন। যারমধ্যে মহানগরীতেই মারা গেছেন ৭৫ জন।
গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল পিরোজপুরে, ১৪০ জন। খুলনা-বাগেরহাট সীমান্তের এ জেলাটিতে এসময়ে ২৯৪ জনের নমুনা পরিক্ষায় উল্লেখিত সংখ্যক করোনা পজিটিভ সনাক্ত হয়। জেলাটিতে গত ২৪ ঘন্টায় সনাক্তের হার প্রায় ৪৯% হলেও এ পর্যন্ত গড় সনাক্তের হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ২৪.৮৪%। জেলাটিতে এপর্যন্ত মারা গেছেন ৫৫ জন।
পটুয়াখালীতেও একদিনে সনাক্তের সংখ্যা একশ অতিক্রম করল। গত ২৪ ঘন্টায় জেলাটিতে ১৬৭ জনের নমুনা পরিক্ষায় ১২৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ৭৪%। এসময়ে পটুয়াখালীর কলাপাড়াতে ৬৫ বছর বয়স্ক একব্যক্তি করোনা সংক্রমনে মারা গেছেন। জেলাটির কলাপাড়া ও সন্নিহিত এলাকা সহ বাউফলেও সংক্রমন সহ মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।
ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ২১৪ জনের নমুনা পরিক্ষায় ৯১ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১১ হাজার ৪৮ জনের নমুনা পরিক্ষায় মোট সনাক্তের সংখ্যা ৩ হাজার ৪১১। মারা গেছেন ৪৯ জন। দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ,২৬.৭৯% করোনা সনাক্তের এ জেলাটিতে মৃত্যুহার ১.৪৪%।
বরগুনাতেও গত ২৪ ঘণ্টায় ২০২ জনের নমুনা পরিক্ষায় ৬৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ২ হাজার ২৯২ জনের করোনা সংক্রমনে মৃত্যু হয়েছে ৪৬ জনের। দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহার, ২.০১%-এর বরগুনাতে প্রতিদিনই সংক্রমন আর মৃত্যুর মিছিল ক্রমশ লম্বা হচ্ছে।
ভোলাতেও গত ২৪ ঘন্টায় ১৯০ জনের নমুনা পরিক্ষায় ৬২ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। ভোলা পৌর শহরের ৬ নম্বর ওয়র্ডের ওয়েষ্টার্ণ পাড়াতে ৫৫ বছরের একজনের মৃত্যু হয়েছে স্থানীয় জেনারেল হাসপাতালে। জেলাটিতে এপর্যন্ত ১৭ হাজার ১৯৪ জনের নমুনা পরিক্ষায় ২ হজার ৬৪৮ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ২৮ জনের।
স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় সাম্প্রতিক কালের সর্বোচ্চ ২২৫ জন সহ সর্বমোট সুস্থ হয়েছেন ১৭ হাজর ৯৪ জন। তবে সুস্থতার এ হার একমাস আগের তুলনায় ২৪.১৫% কম, ৬৫.২০%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ