Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে আক্রান্ত আরো ৭৬৫ জন মৃত্যু ৬

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ৮:৩৩ এএম

চট্টগ্রামে আরো ৭৬৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৪৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্তের হার ৩১ শতাংশ । একই সময়ে করোনা আক্রান্ত আরো ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় নতুন আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৫৬৮ জন এবং বাকি ১৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনায় মৃত্যু বরণকারী ছয়জনের মধ্যে চারজন মহানগরীর এবং দুই জন জেলার । এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪১ জনে দাঁড়িয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬৬৭ জন। চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত বছরের ৩ এপ্রিল। করোনায় প্রথম মৃত্যু হয়েছে একই বছরের ৯ এপ্রিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ