মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রেললাইন ধরে ট্রেন ছুটে চলবে এটাই স্বাভাবিক নিয়ম। রেললইেনের পাশে রাস্তায় চার চাকার গাড়ি চলাচল করলে অসুবিধা নেই। কিন্তু সেই গাড়ি তো রেললাইনে চলতে পারে না।
সম্প্রতি ইংল্যান্ডে এক চোর চুরি করা গাড়ি নিয়ে রেল ক্রসিং ভেঙে রেললাইনের ওপর দিয়ে গাড়ি নিয়ে পালাচ্ছিল। আর এমন ঘটনা ঘটেছে হার্টফোর্ডশায়ারে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই পুলিশ কর্মকর্তা এক ব্যক্তিকে গাড়ি থেকে নামতে বলেন। ওই ব্যক্তি গাড়ি থেকে না নেমে উল্টো গাড়ি ঘুরিয়ে নেন।
চালক পরে একটা রেল ক্রসিং ভেঙে রাস্তা থেকে রেললাইনে নেমে গাড়ি চালাতে থাকেন। অবশ্য কিছুদূর যাওয়ার পর গাড়ি থেকে নেমে তিনি দৌঁড়ে পালিয়ে যান। পরে জানা গেছে, চালকের আসনে বসা ছিল চোর।
পুলিশ ওই গাড়ি চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে। ওই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই জনপ্রিয় কম্পিউটার গেম গ্রান্ড থেফট অটোর (জিটিএ) কথা মনে করে ওই ভিডিও জিটিএ হ্যাশট্যাগে শেয়ার করছেন। সূত্র : বিবিসি নিউজ, ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।