Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হোমল্যান্ড এলিজিস’ প্রযোজনা ও অভিনয়ে কুমেল নানজানি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ও স্ট্যান্ডআপ কমেডিয়ান কুমেল নানজানি মারভেলের ‘ইটারনাল্স’-এ কিঙ্গোর ভূমিকায় অভিনয়ের পাশাপাশি একাধিক টিভি প্রজেক্টে কাজ করছেন। এখন তার হাতে আরেকটি বড় কাজ এসেছে। তিনি ২০২০ সালের সবচেয়ে প্রশংসিত উপন্যাস ‘হোমল্যান্ড এলিজিস’-এর এফএক্স সিরিজে অভিনয় করবেন নিজের প্রযোজনায়। ‘ডিসগ্রেইসড’ নাটকের জন্য খ্যাত আয়াদ আখতারের পুলিতজারজয়ী উপন্যাসটি পাকিস্তানি মার্কিন অভিবাসীর রাজনীতি, বিশ্বাস, সংস্কৃতি সংঘাতের এক কল্পিত আত্মকাহিনী; নানজানির মত আখতারও পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। এফএক্সের জন্য আট পর্বের সিরিজটি পরিচালনা করবেন ওরেন মুভারম্যান। ২০০৯-এর মেসেঞ্জার’-এর জন্য মুভারম্যান মৌলিক চিত্রনাট্য বিভাগে অস্কার মনোনয়ন লাভ করেছিলেন। আখতার মুভারম্যানের সঙ্গে চিত্রনাট্য লিখবেন। নানজানি ডিজনিপ্লাসের আসন্ন ‘স্টার ওয়ার্স’ স্পিন-অফ সিরিজ ‘ওবি-ওয়ান কেনোবি’তেও অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমেল নানজানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ