Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সাংবাদিক মিজানুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনা করে নোয়াখালীতে বিশেষ দোয়া

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ৮:০৬ পিএম

দৈনিক ইনকিলাবে বিশেষ সংবাদদাতা, যশোর ব্যুরো প্রধান ও ইনকিলাব ব্যুরো ফোরামের সভাপতি মিজানুর রহমান তোতা’র রুহের মাগফেরাত কামনা করে নোয়াখালীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আজ রবিবার নোয়াখালী জেলা শহরস্থ মাইজদী ফ্ল্যাট মসজিদে মাগরিব নামাজের পর বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফ্ল্যাট মসজিদ জামে মসজিদের খতিব ক্কারী মাওলানা মো. আমীর হোসেন। এতে প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান তোতা গতকাল (শনিবার) ভোর ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ২৫০শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতলে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর সংবাদ পৌছলে ইনকিলাব পরিবারে শোকের ছায়া নেমে আসে। ব্যক্তিগত জীবনে একজন সৎ, মেধাবী, সজ্জন বক্তি ছিলেন। মাঠ সাংবাদিকতা, কৃষি ও কবিতার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ