Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসকের অবহেলায় বিষপানকারীর মৃত্যু

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দশমিনা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার চিকিৎসকের অবহেলায় বিষপানকারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রণগোপালদী এলাকার মোতালেব সিকদারের মেঝ ছেলে হাফেজ মোঃ রাকিবুল ইসলাম (১৭) সোমবার বিকাল সাড়ে ৪টায় বিষ পান করে। স্বজনরা অসুস্থ রাকিবুলকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকাল ৫টায় ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জনবল সংকট ও পাকস্থলী ওয়াশ মেশিন নেই অজুহাতে গড়িমসি করে। ভর্তির পৌনে দু’ঘণ্টা পরে চিকিৎসাহীন রাকিবুলের মৃত্যুর ঘটনা ঘটে। কুরআনে হাফেজ রাকিবুলের বিষ পানের বিষয়ে কোন কারণ জানা নেই বলেও জানান রাকিবুলের চাচা আঃ রহমান সিকদার। দায়িত্ব অবহেলার বিষয়ে ডা. মোস্তাফিজুর রহমান বলেন, একই সময় ৪টি রোগী ছিল, তারপরেও বিষ খাওয়া রোগী দেখি। কিন্তু রোগী ক্লিনিক্যালী ডেথ হওয়ায় ওয়াশ করা সম্ভব হয় নাই। এদিকে গত সোমবার সকাল ৯টায় পারিবারিক কলহের কারণে উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের মোঃ হারুন গাজীর মেয়ে লিজা বেগম (২২) নামের একজন গালায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসকের অবহেলায় বিষপানকারীর মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ