Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেক জালিয়াতির অভিযোগে কীটনাশক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চেক জালিয়াতির অভিযোগে লোকমান আলী নামে এক কীটনাশক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি পৌর এলাকার মহদীপুর গ্রামের মৃত ফরজউদ্দিনের ছেলে। জানা গেছে, বাংলাদেশ এগ্রিক্যালচার ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রাইভেট কোম্পানীর কাছ থেকে ২০১২ সালে প্রায় ১৬ লাখ ১৩ হাজার ২শ’ টাকার বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ ক্রয় করে লোকমান আলী। পরে লোকমান ওই কোম্পানীর প্রতিনিধিকে কীটনাশকের মূল্য বাবদ একটি চেক প্রদান করে। কোম্পানী ওই চেক ব্যাংকে জমা দিলে ডিজওনার হওয়ায় ২০১৫ সালে ঢাকার আদাবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। এতে আদালত লোকমান আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানী জারি করে। গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে সোমবার রাতে পৌর এলাকার শেখটোলা মোড় এলাকা থেকে লোকমান আলীকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে এসআই আবু আহসান রাসেল জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেক জালিয়াতির অভিযোগে কীটনাশক ব্যবসায়ী গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ