Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকল সরবরাহের দায়ে শিক্ষকের ২ বছর জেল

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গীতে নকলে সহায়তার অভিযোগে টঙ্গী নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ ওবায়েদুর রহমান গাজী (৪০) কে ভ্রাম্যমাণ আদালত ২ বৎসরের কারাদÐ দিয়েছে। এ ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থীরা শিক্ষককে কারাদÐ দেয়ার প্রতিবাদে বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পূলিশ সূত্রে জানা যায়- গতকাল মঙ্গলবার টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে শিক্ষক ওবায়েদুর রহমান পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় গাজীপুরের এডিসি জেনারেল মাহমুদ হাসান তাকে হাতে নাতে নকলসহ আটক করেন। আটককৃত অভিযুক্ত শিক্ষককে টঙ্গী থানায় এনে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারীখ হাসান পাবলিক পরীক্ষা অপরাধ ১৯৮০এর ৯ এর ধারায় অভিযুক্ত শিক্ষককে দুই বছরের জেল প্রদান করেন। তার বাড়ি গোপাগঞ্জ জেলার সদর থানার আলুয়াকংশর গ্রামে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নকল সরবরাহের দায়ে শিক্ষকের ২ বছর জেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ