Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

যাত্রীর চাপ আকাশপথেও বেড়েছে

ঈদকে কেন্দ্র করে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০০ এএম

ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের চাপ সর্বত্র। সড়ক, রেল, নৌপথের মতো আকাশপথেও বেড়েছে মানুষের চাপ। সেই সঙ্গে অভ্যন্তরীণ প্রতিটি রুটে ভাড়াও বেড়েছে দ্বিগুণ, কোনও কোনও ক্ষেত্রে তিনগুণ পর্যন্ত। গতকাল শনিবার সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ভিজিট করে দেখা যায় ঢাকা থেকে সৈয়দপুর যেতে আজ ১৮ জুলাই ফ্লাইট রয়েছে সাতটি। আর সবমিলিয়ে সিট খালি আছে মাত্র ২৩টি (রাত ৮টা পর্যন্ত), ভাড়া দেখাচ্ছে ভ্যাট ছাড়া জনপ্রতি ৭ হাজার ২০০ টাকা থেকে ৭ হাজার ৮০০ টাকা করে। একই দিনে নভোএয়ারেরও ফ্লাইট রয়েছে ছয়টি। সবমিলিয়ে এই এয়ারলাইন্সটিতে আসন ফাঁকা রয়েছে ৩৩টি (রাত ৮টা পর্যন্ত)। এই এয়ারলাইন্সটিতেও ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭ হাজার ২০০ থেকে ৮ হাজার ৪০০ টাকা করে।
একই দিনে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুরে ফ্লাইট আছে চারটি, তবে তিনটি ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাকি একটি ফ্লাইটের ফাঁকা আসনগুলোর ভাড়া নেওয়া হচ্ছে জনপ্রতি ৭ হাজার ৪০০ টাকা করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচটি, কক্সবাজারে দুটি, সৈয়দপুরে সাতটি, যশোরে ছয়টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে চারটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন চট্টগ্রামে ছয়টি, সৈয়দপুরে ছয়টি, যশোরে ছয়টি, বরিশালে চারটি, সিলেটে তিনটি, রাজশাহীতে তিনটি এবং কক্সবাজারে দুটি ফ্লাইট পরিচালনা করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা হতে চট্টগ্রামে তিনটি, সৈয়দপুরে তিনটি, কক্সবাজারে দুটি, যশোরে দুটি, সিলেটে দুটি, রাজশাহীতে একটি এবং বরিশালে একটি করে ফ্লাইট পরিচালনা করবে। এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ঈদের কারণে অভ্যন্তরীণ ফ্লাইটের ৯৫ ভাগ টিকিট বিক্রি হয়েছে। সড়কপথে যানজট ও দীর্ঘ সময় লাগার কারণে আকাশপথে টিকিটের চাহিদাও বেশি। ইউএস-বাংলার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, এমনিতেই ফ্লাইট বন্ধ থাকায় মানুষের চলাচল বন্ধ ছিল। আর তারওপর এখন ঈদ হওয়ায় চাহিদাও বেড়েছে। চাপ বাড়লেও এ সময় বাড়তি ফ্লাইট পরিচালনার সুযোগ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আকাশপথ

৪ সেপ্টেম্বর, ২০২০
১৬ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ