Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় চোর সন্দেহে আটক ১

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চোর সন্দেহে দিপংকর বৈদ্য (২৮)-কে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের পুলিশ কালীবাড়ী নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার দেবগ্রামের নিরাঞ্জন বৈদ্যের ছেলে।
ইয়াবা বিক্রেতা গ্রেফতার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইয়াবা বিক্রেতা কালু শেখ (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার কোটালীপাড়া থানার এসআই সায়েম সুজন, এএসআই গফুর, কালাম, সুবর্ণ, সোবহান অভিযান চালিয়ে উপজেলার কাশাতলী মোড় থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে উপজেলার আলিঠাপাড়া গ্রামের সালাম শেখের ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, কালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রয় করে আসছিল, তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সে এলাকার সবচেয়ে বড় মাদক বিক্রেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটালীপাড়ায় চোর সন্দেহে আটক ১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ