Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আমদানি-রফতানি ৬ দিন বন্ধ থাকবে

বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দিয়ে আগামী ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৬ দিন আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার কাস্টমস , সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারক সমিতি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি রুহুল আমীন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুলাই রবিবার সকাল হতে যথারীতি আমদানি-রফতানি চালু হবে। এ বিষয়ে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্ট সমিতি এবং ভুটানের ফুলসিলিং আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্ট সমিতিকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুড়িমারী স্থলবন্দর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ