Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপনাকে প্রয়োজন নেই!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম

কিছুদিন আগেই প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেছিলেন রাহুল গান্ধী। এই বৈঠকের পরেই ভোট কুশলীর কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এরই মধ্যে কংগ্রেসের অন্দরে যাদের কণ্ঠে ‘বিরোধিতার সুর’ শোনা গেছে তাদের জন্য বিশেষ বার্তা দিলেন রাহুল গান্ধী।
কংগ্রেস কর্মীদের একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কংগ্রেসের বাইরেও এমন বহু মানুষ আছেন যারা কোনওভাবেই ভয় পাননা। আমাদের তাদেরকে দলে যুক্ত করতে হবে। কিন্তু দলের মধ্যেই অনেকে আছেন যারা ভয় পাচ্ছেন। তাদের বার করে দিতে হবে। চলুন দাদা চলুন আরএসএস-এর দিকে যান। দলে আপনাকে প্রয়োজন নেই।’ এখানেই শেষ নয়, রাহুল আরও বলেন, ‘আমাদের এই মুহূর্তে দলে নির্ভীক মানুষদের প্রয়োজন। সেটাই আমাদের আদর্শ।’
প্রসঙ্গত, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। এছাড়াও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপর প্রশ্ন তুলে সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের ২৩ জন নেতা। মনে করা হচ্ছে এবার এই হেভিওয়েটদের কড়া বার্তা দিলেন রাহুল গান্ধী। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ