প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘ডাস্ক টিল ডন: দ্য সিরিজ’ এবং ‘ইনভিনসিবল’ খ্যাত অভিনেতা মার্কো যারোরকে ‘জন উইক’ সিরিজের চতুর্থ পর্বে কিয়ানু রিভস রূপায়িত চরিত্রের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে। আসন্ন লায়ন্সগেটের ফিল্মটিতে রিভস সুপার-অ্যাসাসিন জনউইকের ভূমিকায় ফিরবেন। এই ফিল্মে জন উইকের প্রধান প্রতিপক্ষের ভূমিকায় থাকবে যারোর রূপায়িত চরিত্র। চ্যাড স্টালেস্কি এই পর্বটিও তিন পর্বের মত পরিচালনা করবেন। চিত্রনাট্য লিখেছেন শে হ্যাটেন এবং মাইকেল ফিঞ্চ। বাসিল ইওয়ানিক, এরিকা লি এবং স্টালেস্কি ফিল্মটি প্রযোজনা করছেন। ফিল্মটিতে আরও অভিনয় করবেন ডনি ইয়েন, রিনা সাওয়াইয়ামা, স্কট অ্যাডকিন্স, ল্যান্স রেডিক এবং শ্যামিয়ার অ্যান্ডারসন। সিরিজের এই পর্বটি ২৭ মে, ২০২২ মুক্তি পাবে। প্রথম পর্ব ‘জন উইক’ মুক্তি পায় ২০১৪তে, ২০১৭তে ‘জন উইক : চ্যাপ্টার টু এবং ‘জন উইক : চ্যাপ্টার থ্রি প্যারাবেলাম’ ২০১৯-এ মুক্তি পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।