Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্কুলে স্কুলে চুরি করে তারা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ৭:৪৩ পিএম

চট্টগ্রামে চুরির সরঞ্জামসহ সোহেল (২১) ও মোঃ নাজমুল হোসেন (২০) নামে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের চোরাই পণ্য কেনার অভিযোগেও দুইজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে চোরাই পণ্য বিক্রিলব্ধ টাকা। গ্রেফতারকৃতরা বিভিন্ন স্কুলে চুরি করত।


ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সোহেল ও নাজমুল সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা শুধুমাত্র স্কুলে চুরি করে। করোনার কারণে দীর্ঘদিন ধরেই স্কুল বন্ধ। স্কুলে কারও তেমন আসা যাওয়া নেই। তাই স্কুলগুলোকেই টার্গেট করে তারা। গত ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত আগ্রাবাদ টিএন্ডটি উচ্চ বিদ্যালয় থেকে ৬ টি বৈদ্যুতিক খুঁটি চুরি করে তারা। স্কুলের সীমানার চর্তুপাশে সোলার বিদ্যুতায়ন ব্যবস্থার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক ৩৪ টি বৈদ্যুতিক খুঁটি বরাদ্দ দেওয়া হয়। সেখান থেকেই ৬ টি চুরি করে তারা। চুরি করে তা টুকরো টুকরো করে স্ক্র্যাপের দোকানে বিক্রি করে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নগরীর আগ্রাবাদ হাজীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তালা ও গ্রিল কাটার ২টি কাটার উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদের চোরাই মালামালের ক্রেতা মিন্টু (২৮) ও মোঃ বেলাল (৪০) কে। তাদের কাছ থেকে সে খুঁটি বিক্রির ১৭ হাজার টাকা জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ