Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমে উঠতে শুরু করছে লৌহজংয়ে কুরবানির হাট

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ৭:৪১ পিএম

কোরবানির ঈদকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জমে উঠেছে পশুর হাট। প্রতিদিন হাজার হাজার দেশীয় গরু-ছাগল নিয়ে বিক্রেতারা আসছেন এসব হাটে। বিক্রেতারা বলছেন, এ বছর পশু মোটাতাজা করায় অধিক খরচ হলেও গত বছরের চেয়ে কম দাম চাওয়া হচ্ছে পশুর। এরপরও ক্রেতারা দাম শুনে চলে যাচ্ছেন। এতে দুশ্চিন্তায় রয়েছেন তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন, বেপারিরা চড়া দাম হাঁকিয়ে বসে রয়েছেন। তাই সামর্থ্য অনুযায়ী কোরবানি পশু কিনতে হিমশিম খাচ্ছেন তারা। উপজেলায় গত শুক্রবার থেকে শুরু হয়েছে কোরবানির পশুর অস্থায়ী ৬টি অস্থায়ী হাট।

এ বছর উপজেলায় ৬টি হাটের মধ্যে ৪টি হাট ইজারা দেয়া হয়েছে। হাটগুলো হচ্ছে খেতেরপাড়া বাসস্ট্যান্ড, মাওয়া, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ ও লৌহজং সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ। হাট কমিটি জানান,এই হাটগুলোতে ঈদের দিন সকাল পর্যন্ত বেচাকেনা চলবে। বিক্রেতারা দেশের বিভিন্ন জেলার থেকে কোরবানির পশু এনেছে হাট গুলোতে তাই জমতে শুরু করেছে উপজেলার হাট গুলো।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিধি মেনে ৪টি অস্থায়ী পশুর হাট ইজারা দেয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,নওপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ,খেতেরপাড়া,মাওয়া পশুর হাটে, মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে গরু বেচাকেনা চলছে।

চুয়াডাঙ্গা থেকে গরু বিক্রেতা মো. নাসির ৫টি গরু নিয়ে এসেছেন বিক্রয়ের জন্য। তিনি জানান, প্রতিবছর এই হাটে আসি। গতবছর থেকে এবার গরুর খাদ্য দাম বৃদ্ধি হওয়ায় গরু মোটা তাজা করতে খরচ বেশি পরেছে।বিক্রেতা মো. জামাল, জানান, গত বছরের চেয়ে এ বছর দেশীয় পদ্ধতিতে আমরা গরু, মোটাতাজা করতে অনেক টাকা খরচ করেছি। তাই কোরবানির হাটে পশুগুলোর দাম একটু বেশি রয়েছে। কিন্তু আমরা যদি গরুর দাম দেড় লাখ চাই তাহলে ক্রেতারা তার দাম বলেন ৮০-৯০ হাজার, আর যদি এক লাখ টাকা চাই তাহলে ক্রেতারা বলেন ৬০-৭০ হাজার। কোনো কোনো ক্রেতা দাম বেশি দিয়ে কিনে নেন। আবার কিছু ক্রেতা দাম শুনে চলে যান।

খেতেরপাড়া গাংচিল বাসষ্ট্যান্ট হাট ইজারাদার আনোয়ার হোসেন বেপারী জানান, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে বেচাকেনা হচ্ছে। এই হাটে গরু আসতে শুরু করেছে। আগামী দুদিনে প্রচুর পরিমাণে গরু আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুন্সীগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ