Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টার মেলোডিজ-এর আয়োজনে কানন দেবীর গাওয়া গান

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দ্য ডেইলি স্টারের নিয়মিত বাংলা গানের আয়োজন ‘স্টার মেলোডিজ’ কানন দেবীর জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন উপলক্ষে গতকাল কানন দেবী-র গাওয়া গান নিয়ে প্রবীণ ও তরুণ শিল্পীদের পরিবেশনায় এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডালিয়া নওশিন, বদরুননেসা ডালিয়া, তানজীন তমা, জাহাঙ্গীর আলাম ও রাইসা ইসালাম। আজ সবার রঙে রঙ মেলাতে, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, কোন প্রভাতের মনের রঙে, আমি বনফুল গো, প্রনাম তোমায় ঘনশ্যাম, ফেলে যাবে চলে জানিজানি, আনাদিকালের স্রোতে ভাসা, আমার মাজারে, লাগুক দোলা লাগুক দোলার মতো কালজয়ী গান পরিবেশন করেন শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি দ্য ডেইলি স্টারের আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক সঞ্চালনা করেন। ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড ও চলচ্চিত্রম এই আয়োজনে সহযোগিতা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টার মেলোডিজ-এর আয়োজনে কানন দেবীর গাওয়া গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ