বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর পাহাড়তলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে পাহাড়তলী থানাধীন ধুপকুলস্থ ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তাদের কাছ থেকে ১টি স্টিলের টিপ ছুরি, ২টি স্টিলের চাপাতি, ১টি স্টিলের রাবারের বাটযুক্ত আরইফ্রেম, ২টি স্টিলের লোহার পাইপ রাইচ, ১টি স্ক্রু ড্রাইভারসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তারা হলেন মোঃ নাসির উদ্দিন (৪৫), মোঃ লিটন (২৮), মোঃ আলাউদ্দিন (৩৯), মোঃ ইয়াসিন সোহেল (৩৪), নূর আলম ওরফে সুমন (৩৮) ও আলী আহাম্মদ (৩৫) । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি প্রস্তুতি, অস্ত্র, চুরিসহ একাধিক মামলা রয়েছে।
তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগর এলাকার ডাকাত দলের সদস্যদের সাথে সমবেত হয়ে বিভিন্ন মহাসড়কে ও বাসা বাড়ীতে ডাকাতি সংঘটন করে বলে স্বীকার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।