Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিষপানে নববধূর আত্মহত্যা

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারীতে বিয়েতে প্রতারিত হয়ে লাকী বেগম (২২) নামে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছে। সে ডোমার উপজেলার সোনারায় খন্দকার পাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার সোনারায় ইউনিয়নের কৈগিলা গ্রামের আব্দুল্লাহর স্ত্রী। তাদের ৩ মাস পূর্বে বিয়ে হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সে তার বাবার বাড়ীতে নিজ শোয়ার ঘরে বিষপানে আত্মহত্যা করে। এলাকাবাসী জানায়, গত ৩ মাস আগে লাকী বেগমের বিয়ে হয়। বিয়ের পর লাকী জানতে পারে তার স্বামীর পূর্বের স্ত্রী আছে। প্রতারক আব্দুল্ল­াহ তা গোপন করে লাকীকে বিয়ে করে। তাছাড়া তার স্বামী কখনোই লাকীকে তার বাড়ীতেও নিয়ে যায়নি। সে থেকে লাকী তার বাবার বাড়ীতে অবস্থান করছিলেন। এ কারণে বিয়ের পর হতেই লাকী মানসিক অস্থিরতায় ভুগছিলো।
আট সাইকেল চোরাকারবারী গ্রেফতার
নীলফামারীতে বাইসাইকেল চোরাকারবারী সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ডোমার উপজেলার চিকনমাটি ঢুষাপাড়া গ্রামের রইসুল ইসলাম, একই এলাকার সুজন ইসলাম, নুর আলম, রাব্বী ইসলাম, খাটুরিয়া বসুনিয়াহাট গ্রামের এলাহী, আজিজুল ইসলাম, জলঢাকা উপজেলার চাওড়াডাঙ্গী মিয়াপাড়া গ্রামের লেলিন এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর। জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকা হতে চোরাই বাইসাইকেল কিনে বসুনিয়া হাটে বেচা-কেনা করত। এমন খবর পেয়ে ডোমার থানার এসআই মিজান গতকাল মঙ্গলবার ভোর রাতে বসুনিয়া হাটে অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে তাদের কাছ থেকে কোন প্রকার বাইসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ। আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিষপানে নববধূর আত্মহত্যা

২৮ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ