Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তায় শুয়ে প্রতিবাদ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ৬:৫৮ পিএম

দীর্ঘদিন জনদুর্ভোগের পরও সড়ক সংস্কার হয়নি। তাই কাদামাটির সড়কে শুয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। শনিবার এমন অভিনব প্রতিবাদ করেছেন নগরীর বাকলিয়া থানা এলাকার কল্পলোক আবাসিকের বাসিন্দারা। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে কল্পলোক আবাসিকের সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় এ প্রতিবাদ বলছেন আন্দোলনকারীরা।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং, এনডিই ও বিশ্বাস বিল্ডার্সসহ নানা ঠিকাদারি প্রতিষ্ঠান আবাসিকের পূর্বদিকে তাদের মিক্সচার মেশিন বসিয়ে ভারী যানবাহন বহন করছে। এতে রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়ক। এ ছাড়া ওভারলোড যানবাহনের ঝাঁকুনির কারণে ভবন কেঁপে উঠছে। কল্পলোক আবাসিকে প্রায় ১৭শ ফ্ল্যাট থাকলেও প্রস্তুত হয়েছে ৪০০ এর মত ফ্ল্যাট। সেখানে প্রায় ১০ হাজারের বেশি মানুষ বসবাস করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ