Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে একই রাতে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সুনামগঞ্জ ছাতকে সোমবার রাতে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। উপজেলার জালালপুর ও বৈশাকান্দি-বাহাদুর গ্রামের পৃথক দু’টি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ইউপির বৈশাকান্দি-বাহাদুরপুর গ্রামের ভাড়াটে নয়ন মিয়া (৩০) স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছে। নয়ন মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা ইউপির বাশ্বাপুর-কাইট্টাকান্দা গ্রামের হানিফ আলীর পুত্র। এখানে ভাড়াটে বাসায় থেকে ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। ৬মাস আগে বাহাদুরপুর গ্রামের মৃত হেলিম মিয়ার মেয়ে তাসলিমা বেগম (২০) কে বিয়ে এখানেই ঘর-সংসার শুরু করে। ঘটনার রাতে স্ত্রীকে হত্যা করে দরজা বন্ধ করে সে পালিয়ে যায়। অপর ঘটনায় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির জালালপুর গ্রামের মনোওর আলীর কৃষি শ্রমিক আব্দুল খালিক (১৮) নামের এক যুবকের বিদ্যুতাড়িত হয়ে মৃত্যু ঘটেছে। সে চরমহল্লা ইউপির গারুচোরা (ভল্লবপুর) গ্রামের জমির আলীর পুত্র। মনোওর আলী বাড়ির বিদ্যুৎ সংযোগে কাজ করতে গিয়ে সে মারা যায়। পরিবারের লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে। রাতেই পুলিশ পৃথক দু’টি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন জানান, ঘটনাগুলোর ব্যাপারে তদন্ত করে আইগত ব্যবস্থা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাতকে একই রাতে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ