Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তিতে ৪০টি শুকর উদ্ধার

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ৫:৩৯ পিএম

সখিপুর থানা পুলিশ আজ শনিবার ভোরে মৌলভী বাজার জেলার কুলাউড়া পৌর এলাকার ডাস্টবিন হতে ৪০টি শুকর উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে আসেন। শুকরের মালিক পরেশ চন্দ্র দাস ও মামলার বিবরণে জানা যায় গত ১১জুলাই ভোর রাতে উপজেলার আন্দি এলাকায় পরেশের লালন-পালনকৃত ১০৯টি শুকর থেকে দুষ্কৃতিকারীরা ৫১টি শুকর নিয়ে পালিয়ে যায়। এ সময় শুকরের তত্ত্বাবধানকারী ৪ জনকে দুষ্কৃতিকারীরা হাত পা ও মুখ বেঁধে ফেলে রেখে যায়। এ বিষয়ে পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ৩/৪জনকে অজ্ঞাত আসামী করে সখিপুর থানায় একটি মামলা(মামলা নং ০৪.ধারা -৩৯৪ তারিখ-১১/০৭/২০২১ইং) দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার এস আই নাজিম উদ্দিন ১৫ জুলাই সন্দেহাতীত আসামী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কুয়ারপুর গ্রামের আলী আজগর এর ছেলে আকবর হোসেন ওরফে রাসেল (২৩) কে গ্রেফতার করে। পরবর্তীতে বিজ্ঞ আদালতে সখিপুর থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত আসামী রাসেলের তথ্যানুযায়ী তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসআই নাজিমউদ্দিনের নেতৃত্বে সখিপুর থানার একটি চৌকষ টিম কুলাউড়া থানার সহযোগিতায় মৌলভী বাজার জেলার কুলাউড়া পৌর এলাকার ডাস্টবিন হতে ৪০টি শুকর উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে আসেন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় সখিপুর থানা পুলিশ থানা ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলার তথ্য বিবরণী তুলে ধরেন। এসময় সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক,এসআই নাজিম উদ্দিন,এসআই কবির হোসেন,এসআই রবিউলসহ থানার স্টাফ উপস্থিত ছিলেন। শুকরের মালিক পরেশ চন্দ্র দাস বলেন ৫১টি শুকরের মূল্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকা। যার মধ্যে সবচেয়ে ছোটটির মূল্য-৭ হাজার এবং বড়টির মূল্য ২৫ হাজার টাকা। সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.সাইদুল হক ভুইয়া বলেন- গ্রেফতারকৃত আসামী মৌলভী বাজার জেলার কুলাউড়া পৌর এলাকার ডাস্টবিন হতে ৪০টি শুকর উদ্ধার করতে সক্ষম হয়েছি, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ