Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে নমুনা পরিক্ষা তলানীতে করোনা সনাক্ত ১৫৬ জনে হ্রাস পেলেও মারা গেছেন আরো ৪ জন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ৫:৩২ পিএম

নমুনা পরিক্ষা এক পঞ্চমাংশে হ্্রাসের সাথে দক্ষিনাঞ্চলে করোনা সনাক্তের সংখ্যাও আগের দিনের ৫৩৫ থেকে শণিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ১৫৬’তে হ্রাস পেলেও এসময়ে আরা ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে বরিশালের মুলাদী ও বরগুনা সদরে একজন করে এবং ঝালকাঠীর রাজাপুরে দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় পিররাজপুর, বরগুনা ও ঝালকাঠীতে কোন নমুনা পরিক্ষাই হয়নি।

শুক্রবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলের ৬ জেলায় যেখানে ২ হাজার ৫৮২ জনের নমুনা পরিক্ষা হয়েছে, সেখানে শণিবার সকাল পর্যন্ত মাত্র ৫০৯ জনের পরিক্ষা সম্পন্ন হয়। এনিয়ে দক্ষিনাঞ্চলে সর্বমোট ১ লাখ ৪০ হাজার ১৮৭ জনের নমুনা পরিক্ষায় ২৫ হাজর ২৮৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হল। সনাক্তের হার ১৮.৭৩%। এরমধ্যে চলতি মাসের ১৭ দিনেই ২৩ হাজার ৩৯৫ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ৭ হাজার ৭১৪। আার গত ২৪ ঘন্টায় ৪ জন সহ চলতি মাসে ৭৩ জনের মৃত্যু হল। এপর্যন্ত সর্বমোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ৩৭৭ জনে। যারমধ্যে মহানগরীতে ৭৪ জন সহ বরিশালেই মারা গেছেন ১৪৪ জন।
বরিশাল মহানগরীর অবস্থা এখনো যথেষ্ঠ উদ্বেগজনক। এনগরীর প্রতিটি পাড়া-মহল্লায় করোনা রোগী ছড়িয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান শের এ বাংলা মেডিকেল কলেজ হসপাতালের করোনা ওয়ার্ড এবং আইসোলেশন ওয়ার্ডে রোগী দেয়া যাচ্ছে না। ফলে ইতোমধ্যে বরিশাল জেনারেল হাসপাতালেও কোভিড-১৯ রোগী ভর্তি শুরু হয়েছে। পাশাপাশি ১শ শয্যার এ হাসপাতালটিকে পুরোপুরি করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর প্রক্রিয়াও শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় মাত্র ২৩৮ জনের নমুনা পরিক্ষায় ১০৪ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। যারমধ্যে মহানগরীতেই ৯৪ জন। আগের দিন মহানগরীতে ৬৪ জন সহ বরিশাল জেলায় মোট সনাক্তের সংখ্যা ছিল ১৮৬। আর এপর্যন্ত মহানগরীতে ৭ হাজার ৫৩৭ জন সহ বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৮৮।
গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ৭৯ জনের নমুনা পরিক্ষায় ১০ জনের এবং ভোলাতে ৯২ জনের মধ্যে ৩৮ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। ফলে পটুয়াখালীতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ১৩৭ জনে, মারা গেছেন ৬১ জন। ভোলোতে গত ২৪ ঘন্টায় ৯২ জনের নমুনা পরিক্ষায় ৩৮ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েচে। জেলাটিতে এপর্যন্ত ২ হাজার ৫২৫ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের।
আর স্বাস্থ্য বিভাগের অনুুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৩৯ জন সহ সর্বমোট ১৬ হাজার ৭৫০জন সুস্থ হয়ে উঠেছেন বলে জনিয়েছে স্বাস্থ্য বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ