বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে করোনার সংক্রমন বৃদ্ধি, করোনা পরীক্ষা ও চিকিৎসার অপর্যাপ্ততা, হাসপাতালগুলোতে চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট, আইসিইউ ও অক্সিজেন সংকট ইত্যাদি কারণে সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট ও কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বল হয়, বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ ও অন্যান্য মৌসুমী রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুপাতে সিলেট বিভাগে, উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসার পর্যাপ্ত সুবিধা না থাকায় অসুস্থ ব্যক্তিগণ সুষ্ঠু চিকিৎসা না পাওয়ায় জনসাধারণের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদরে কোভিড-১৯ পরীক্ষা, আইসিইউ স্থাপন, পর্যাপ্ত চিকিৎসক ও যন্ত্রপাতি এবং অন্যান্য জনবল নিয়োগ অপিরিহার্য, এছাড়া সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য বিভাগের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার, কর্মচারী নিয়োগ ও অন্যান্য যন্ত্রপাতি জরুরী ভিত্তিতে প্রদান আবশ্যক। কোভিড-১৯ প্রতিরোধ কল্পে হাট-বাজার, মসজিদ-ঈদগাহ, গরুর বাজার, যানবাহন ও ধর্মীয় অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি পালনে কঠোর বিধি নিষেধ আরোপ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়। এছাড়াও বিবৃতিতে বিদেশগামী কর্মজীবী, প্রবাসী ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে স্বল্প সময়ে ও সহজে টিকা প্রদানের সুবিধার্থে জেলা ও উপজেলা সদরে টিকাদান কেন্দ্র স্থাপন, প্রাইমারী স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণকে অগ্রাধিকার ভিত্তিতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শিক্ষা কার্যক্রম চালুর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি প্রকৃতির ব্যবসায়ীদের বিনা সুদে ও সহজ শর্তে ঋণ দিয়ে সমাজে টিকে থাকা এবং ক্ষুদ্র পেশাজীবী ও কর্মজীবী মানুষকে প্রণোদনার অর্থ দিয়ে সহযোগিতা করা, প্রতিটি জেলা ও উপজেলার প্রধান প্রধান বাজার সমূহে টিসিবি’র পণ্য পর্যাপ্ত পরিমাণের বিক্রি ও বিতরণের ব্যবস্থা এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে পর্যাপ্ত নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণের জন্য বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।