Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় মৃত্যু ২, সনাক্ত ৩৪১ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ৫:১০ পিএম

সিলেট বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছে।  গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে মারা গেছেন ২ জন। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন বলা হয়, নতুন শনাক্ত ৩৪১ জনের মধ্যে সিলেট  ১৮৬ জন, সিলেট ওসমানী হাসপাতালের ১৭ জন, সুনামগঞ্জ ২২ জন, হবিগঞ্জ  ৫৬ জন ও ৬০ জন মৌলভীবাজারের।
           গত ২৪ ঘণ্টায় সিলেট ২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫৭ জন। এর মধ্যে সিলেট ৪৪৭ জন, সুনামগঞ্জের ৪১ জন, হবিগঞ্জের ২৬ জন এবং ৪২ জন রয়েছেন মৌলভীবাজারের।
           স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সিলেট ২৯ জন ও মৌলভীবাজার ১ জন করোনা রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। চার জেলায় বর্তমানে ৪৫৫ জন ভর্তি আছেন হাসপাতালে। এর মধ্যে সিলেট ৩২৪ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ৫৭ জন ও ৩১ জন মৌলভীবাজারে। শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। এর মধ্যে সিলেট ৯৭ জন ও ১২ জন মৌলভীবাজার। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩২ হাজার ৩৫৪ জন। অন্যদিকে, বিভাগে ২৬ হাজার ২৪৭ জন হয়েছেন করোনামুক্ত ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ