বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হল ফরিদপুরে।
গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট ২১ জন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনাটি জেলার সর্বোচ্চ রেকর্ড।
এরমধ্যে ১৬ জন রোগী করণা আক্রান্ত হয়ে মারা যায় এবং বাকি পাঁচজন রোগী করোনার উপসর্গ নিয়ে মারা যায়।
এরা সকলেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এসব রোগী ভর্তি ছিল।
এ ব্যাপারে, সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান জানান এখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫০৬ জন করনা রোগী ভর্তি হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো ৪৫ জন রোগী নতুন ভর্তি হয়েছে। এদের সেবা দিতে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
গত ২৪ ঘন্টায় ৯৬০ জনের দেহে করোনা পরীক্ষা করা হয় এতে মোট ৩০৫ জন রোগী করনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এর শতকরা হার ৩৬ দশমিক ৭৩ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।