Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াপাড়ায় ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ৪:৪০ পিএম

যশোরের নওয়াপাড়া রেলস্টেশনের ২ নম্বর লাইনে মালবাহী ট্রেনের ধাক্কায় দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। ঘটনাটি আজ শনিবার ভোরে যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া রেলস্টেশনের সামনে ঘটে। এতে ট্রেনে থাকা ফ্লাই অ্যাশবোঝাই ১০টি ওয়াগন লাইনচ্যুত হয়। তাছাড়া অন্য বগিগুলো প্রায় দুই কিলোমিটার গিয়ে উপজেলার তালতলায় গিয়ে থেমে যায়। প্রায় ৪ ঘন্টা পর দুপুর ১ টার দিকে লাইন সচল হয়। এসময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন প্রায় চার ঘণ্টা ধরে আটকে থাকে। এতে ট্রেনে থাকা যাত্রী সাধারণ অনেক সময় ধরে অপেক্ষা করতে থাকে।

পরে খুলনা থেকে একটি রেলওয়ে টিম উদ্ধার কাজে আসে। র্দীঘ সময় ধরে উদ্ধার কাজ পরিচালনার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্র জানায়, এ দুর্ঘটনার পর খুলনা থেকে রিলিফ ট্রেন এনে ওয়াগনগুলো স্টেশনে ফিরিয়ে আনা হয় এবং লাইনচ্যুত খালি ওয়াগন দুটি উদ্ধারের কাজ শুরু হয়। স্টেশনের ৩ নম্বর লাইন ক্লিয়ার হয়। নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার বুলবুল আহমেদ বলেন, ভুল সিগন্যালের কারণে মালবাহী ট্রেনটি ২ নম্বর লাইনে ঢুকে পড়ে। ওয়াগনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কা লাগে। দুটি ওয়াগন লাইনচ্যুত হয় এবং দাঁড়িয়ে থাকা ১০টি ওয়াগন অনেকটা দূরে চলে যায়। এতে খুলনাগামী দুটি ট্রেন আটকে ছিল। উদ্ধার কাজের পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ