বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : পুঠিয়ায় শাজাহান আলী (৩৫) নামের এক ভুয়া পুলিশকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক শাজাহান আলী নাটোর জেলার লালপুর উপজেলার বদ আমহাটী গ্রামের শামসুল হক ভূইয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের ধোকড়াকুল গ্রামের হাজী রহমানের ছেলে হারুন অর রশিদ মোল্লাপাড়া হাট হতে মোটরবাইকে বাড়ী ফিরছিলেন। পথে মধ্যে অপর একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি হারুনের পথ রোধ করে তারা ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা হারুনকে থানায় মামলা আছে বলে গ্রেফতার করা কথা বলে হারুনের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। সে সময় শাজাহান আলী হারুনের মোটর সাইকেলের মাঝখানে বসিয়ে মোটরবাইকটি চালিয়ে ও অপর একজন মোটরসাইকেলে পিছনে বসে মোল্লাপাড়া হাটের দিকে যেতে থাকে। মোল্লাপাড়া হাটের কাছে আসা মাত্রই হারুন তাকে অপরহণ করে নিয়ে যাওয়া হচ্ছে বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে হাটের লোকজন চারদিক থেকে এসে মোটরসাইকেল চালক শাজাহানকে ধরে ফেলে। সে সময় অপর দুই ব্যক্তি পালিয়ে যায়। জনতা আটক শাজাহানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে হারুন বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পুঠিয়া থানা পুলিশ শাজাহানের কাছ থেকে একটি হ্যান্ডকাপ ও মোবাইল সেট উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।