পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফোটোগ্রাফি, ভিডিয়োগ্রাফি থেকে নজরদারি, বিগত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে ড্রোন। একাধিক দেশে ড্রোনের মাধ্যমে ই-কমার্স ডেলিভারির কাজও শুরু হয়েছে। ভারতেরও প্রত্যন্ত অঞ্চলে কোভিড টিকা পৌঁছে দেওয়ার কাজ চলছে এই ড্রোনের মাধ্যমেই। কিন্তু গত কয়েক দিন ধরেই দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ড্রোন। আর তার কারণ অবশ্যই জম্মুতে হওয়া ড্রোন হামলা। যদিও, অনেকেই জানেন না যে, ভারতে ড্রোন কিনতে গেলে কী কী নিয়ম মানতে হয়? ভারতে ড্রোন ওড়াতে গেলেই বা কী কী নিয়ম মেনে চলতে হয়। রয়েছে নানা নিয়ম, কিন্তু জম্মু হামলার প্রেক্ষিতেও ড্রোন নিয়ে এবার নিয়মবিধি আরও সহজ করছে কেন্দ্রীয় সরকার।
ড্রোন রুলস, ২০২১-এর যে ড্রাফট তৈরি করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, তাতে দেখা যাচ্ছে, ড্রোন ওড়াতে অনেকাংশেই সহজ করা হয়েছে নিয়ম। আগে যেখানে ২৫টি ফর্ম পূরণ করতে হত, এখন সেখানে পূরণ করতে হবে ৬টি ফর্ম। আনমেন্ড এয়ারক্রাফক্ট সিস্টেম রুলস, ২০২১-এ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
ড্রাফট রুলসে ফি’ও ন্যূনতম মাত্রায় নামিয়ে আনা হয়েছে। এমনকি, নানা ধরনের অ্যাপ্রুভাল যেমন সার্টিফিকেট অফ কনফারমেশন, সার্টিফিকেট অফ মেইনটেনেন্স, ইমপোর্ট ক্লিয়ারেন্স, অ্যাকসেপটেন্স অফ এক্সিংটিং ড্রোনস, অপারেটর পারমিট, অথোরাইজেশন অফ আর অ্যান্ড ডি অর্গানাইজেশন এবং স্টুডেন্ট রিমোট পাইলট লাইসেন্সের বিষয়গুলো একেবারেই তুলে দেওয়া হয়েছে।
এই ড্রাফটে ড্রোন ট্রান্সফার ও ড্রোনের ডিরেজিস্ট্রেশনের বিষয় সহজ উপায়ও বলে দেওয়া হয়েছে। তবে, মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, এ ড্রাফট বিশ্বাস, আস্থার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। সেই সূত্রেই মাইক্রো ড্রোনস, ন্যানো ড্রোনের ক্ষেত্রে পাইলট লাইসেন্সের আর প্রয়োজন পড়বে না। যদিও জনসাধারণের জন্য আগস্টের ৫ তারিখ পর্যন্ত পরামর্শ দেওয়ার জন্য সুযোগ রাখা হয়েছে, সেই ভিত্তিতে পরিবর্তন করা হতে পারে নিয়মবিধিতেও। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।