মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার তৃতীয় ঢেউ যে শুরু হয়ে গেছে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানা এবং মুখে মাস্ক পরে থাকার জন্য বিশেষজ্ঞরা বারবার বলেছেন। ভারতের উত্তরাখন্ডের এক মন্ত্রীর মুখে নয়, পায়ের আঙুলে ঝুলতে দেখা গেছে মাস্ক! যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
উত্তরাখন্ডের কৃষিমন্ত্রী সুবোধ উনিয়াল অপর কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করছিলেন। সেই বৈঠকের ছবিতে দেখা যাচ্ছে, কারও মুখেই মাস্ক নেই। কৃষিমন্ত্রীরও থুতনিতে ঝুলছে মাস্ক। তবে সবচেয়ে বিচিত্র অবস্থা জাতিস্মরানন্দের। তার পায়ের আঙুলে মাস্ক ঝুলতে দেখা গেছে।
হরিদ্বারের বিধায়ক জাতিস্মরানন্দ উত্তরাখন্ডের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি হয়েও এমন উদাসীনতা তিনি কী করে দেখাতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
ভারতে দিন দিন মাথাচাড়া দিচ্ছে ডেলটা প্লাস স্ট্রেন। এবার খোদ উত্তরাখন্ডের মন্ত্রীদের মধ্যেই এমন উদাসীনতাকে কেন্দ্র করে নতুন করে তৈরি হল বিতর্ক। সূত্র : নিউজ ১৮, টাইমস নাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।